নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন শাখার ১নং এবং ২নং ওয়ার্ডের পক্ষ থেকে একটি মাদ্রাসায় ল্যাপটপ প্রদান করা করা হয়েছে। সোনাইছড়ির জোড়ামতলস্থ আল-আমিন ইসলামিয়া দাখিল সুন্নিয়া মাদ্রাসায় এ ল্যাপটপ দেওয়া হয়।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার আহম্মদ জুয়েল ল্যাপটপটি মাদ্রাসার সুপার মওলানা আবু কায়সার এর হাতে তুলে দেন।
ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, আধুনিক সমাজে মাদ্রাসার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। সব ধরনের অধঃপতন ও বিরোধ সত্ত্বেও মাদ্রাসাশিক্ষা থেকে মুসলিম সমাজ যতটুকু উপকৃত হচ্ছে সেগুলোর বিবেচনায় মাদ্রাসার অস্তিত্ব অপরিহার্য। তাই সব মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হলো মাদ্রাসার শিক্ষার সাহায্য-সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিৎ।
মাদ্রাসার সুপার মাওলানা আবু কায়সার বলেন, “এই ল্যাপটপ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করবে। এমন মহৎ উদ্যোগের জন্য বিএনপি এবং তফজ্জল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য নিজাম উদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক সায়েদ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি আবু তৈয়ব রানা, সদস্য আবু তাহের, সাধারণ সম্পাদক হাশেম শামীম, ২নং ওয়ার্ড সভাপতি মো: হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য শেখ ইকবাল প্রমুখ।