মীর মামুন (সীতাকুণ্ড) ::
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের বসতঘরে হামলা চালিয়ে নারী ও শিশুকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারেরও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
রবিবার (৪ মে) সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাবের আহমদের পরিবার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ জহির আহমদ ও আব্দুল মান্নান গং জমি বিক্রির পরও দখল না দিয়ে উল্টো একাধিকবার হামলা চালিয়ে তাদের আহত করে।
ছাবের আহমদের ছেলে সামছুল আলম লিখিত বক্তব্যে বলেন, গত ৭ এপ্রিল সন্ধ্যায় মাঈন উদ্দীনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সশস্ত্র অবস্থায় বসতঘরে হামলা চালায়। তারা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে নারী, শিশু ও বৃদ্ধসহ পাঁচজনকে মারধর করে আহত করে।
তিনি জানান, হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। তবে প্রতিপক্ষ পাল্টা মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এ ছাড়া বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, যিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয়, তাকেও মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে জড়িয়ে কিছু অনলাইন ও অজ্ঞাত পত্রিকায় সংবাদ প্রচার করা হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারী মাঈন উদ্দীন ক্ষমতাসীন দলের সাবেক ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি ও হয়রানি করে আসছে।