নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রথম অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বেলুন ও কবুতর উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে এ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসানের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান আকতার হোসাইন ও আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে কোরআন খতমের মাধ্যমে শুরুতেই জমির মালিকদের ফুল দিয়ে বরন করা হয়।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, রায়হান উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সলু, জমির মালিক মনির উল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম সহ সিকিউর সিটি নির্মিত জমির অন্যান্য মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ ও সংবাদিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিকিউর সিটি দোকানগুলোর বিক্রি বৃদ্ধি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মেলার মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা প্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে, অন্যদিকে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।
সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন, সিকিউর সিটি দীর্ঘ ১৬ বছর যাবৎ মোট ৫৩টি রেসিডেন্সিয়াল ও বানিজ্যিক প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় সফলতার সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স সিকিউর সিটি আজ থেকে শুভ উদ্ভোধন করা হলো।
এ উপলক্ষে সারাদিনব্যাপী মার্কেট প্রাঙ্গণে সাংস্কৃতিক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।



