নিজস্ব প্রতিনিধি :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমদ সলু।
শোকসভায় বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া তাঁর লড়াই-সংগ্রামে আপসহীন ছিলেন। তিনি দেশের আপামর জনসাধারণকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতেন এবং সব সময় তাঁদেরকেই সবার আগে স্থান দিতেন। তাঁর সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।



