কামরুল ইসলাম দুলু::
জাতীয় সাংবাদিক সংস্থা সীতাকুণ্ড শাখা ও চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৪ জুলাই স্থানীয় আলিফ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিআইটি এর সহকারী পরিচালক ডা. এস এম আব্দুল মোমেন, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নুরুল করিম রাশেদ, ডা. সাইফুল ইসলাম, সীতাকুণ্ড অনলাইন জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক খায়রুল ইসলাম, শৈলীর প্রধান নির্বাহী সাংবাদিক নাসির উদ্দিন অনিক, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির সদস্য আবু সালেহ,এডঃ নাছির উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইফতার মাহফিলের সমন্বয়কারী ইব্রাহীম খলিল, সাংবাদিক মীর মামুন, সবুজ শর্মা, কামরুল ইসলাম দুলু, নন্দন রায়, নাসির উদ্দিন শিবলু, সুজয় ভৌমিক, মামুনুর রশিদ, ইমরান হোসেন প্রমুখ।