সীতাকুণ্ড প্রতিনিধি ::
সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়।
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশ্বের একটি জায়গায় অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে জঙ্গি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়।
তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, জঙ্গি সন্দেহে আমরা তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম বলেন, ‘তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।