গাইবান্ধা::
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন জুয়াড়ির প্রত্যেককে দেড় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩০), মৃত শুকুর উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও নুর হোসেনের ছেলে মাজেদুল ইমলাম (২৮)।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকতার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দহ বাজারের একটি জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে দেড় হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।