BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

মিরসরাই ট্রাজেডি: স্মৃতির মাঝে খুঁজে বেড়ায় হারানো সন্তানকে

মিরসরাই প্রতিনিধি ::

index16

বছর ঘুরে আবারও এল স্মরণকালের মর্মান্তিক ট্রাজেডির দিন ১১ জুলাই। কালের স্রোতে হারিয়ে গেছে মিরসরাই ট্রাজেডির পঞ্চম বছর। বাংলার বুকে সবচেয়ে ভয়াবহ মিরসরাই ট্রাজেডির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। সেই ভয়াবহ করুণ ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১১ জুলাই সোমবার দুপুরে দেখেছিল পুরো বিশ্ব।

বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ৬০-৭০ জন শিক্ষার্থী নিয়ে মিনিট্রাক ডোবায় উল্টে গিয়ে ৪৩ জন ছাত্র সহ ৪৫ প্রাণের অকাল মৃত্যুর বিনিময়ে রচিত হয় মিরসরাই ট্রাজেডি নামক একটি করুণ অধ্যায়ের। যা আজও সন্তান হারা পিতামাতারা প্রিয় পুত্রকে হারানোর বেদনা ভুলতে পারছেন না। পিতামাতারা পুত্রের রেখে যাওয়া স্মৃতির মাঝে খুঁজে বেড়ায় হারানো সন্তানকে। মিরসরাই ট্র্যাজেডি দুর্ঘটনাস্থলে ৫ বছর পর অবশেষে নির্মাণ হয়েছে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।

mt photo

আজ মিরসরাই ট্রাজেডির পঞ্চম বার্ষিকীতে অনেক সংগঠনের রয়েছে কর্মসূচি। মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী ও আবুতোবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক জানান, এবারে ট্রাজেডির দিবসে সকাল ১০ টা থেকে খতমে কোরআন ও অন্য ধর্মাবলম্বীদের জন্য ভিন্ন প্রার্থনার ১১ টায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *