BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

রাউজানে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রবাসি যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি ::

full_1243826631_1442561794-e1463637070743

চট্টগ্রামের রাউজানে মোটর সাইকেল দূর্ঘটনায় আবুল বশর নামের এক কাতার প্রবাসি যুবক নিহত হয়েছে। একই ঘটনায় মোটর সাইকেলে থাকা নাছির নামের অপর আরোহীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার ঈদের ২য় দিন উপজেলার কাপ্তাই সড়কের মিয়ার ঘাটা ব্রিক ফিল্ড নামক স্থানে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানাগেছে, গত শুক্রবার বিকেলে বোনের বাড়ী থেকে বেড়িয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিলেন উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামের অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরীর বাড়ীর কাতার প্রবাসি আবুল বশর (২৮) সৌদি প্রবাসি নাছির।

পথিমধ্যে তাদের মোটর সাইকেলের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল বশর। গুরুতর অবস্থায় নাছিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *