ফটিকছড়ি প্রতিনিধি ::
প্রায় একদিন ধরে তল্লাশির পর শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামে ফটিকছড়ির হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ পাঁচ জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন- হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫), ইসলাম সওদাগর (৪০), রুবেলের ছেলে ইমন (১৮) ও । এরা সবাই উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে বোঝাই করে যাত্রী নিয়ে উপজেলার সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই সহোদর ইমন ও রহিমসহ পাঁচ জন নিখোঁজ হয়।