লোহাগাড়া প্রতিনিধি ::
রোববার (৩ জুলাই) বিকেলে লোহাগাড়া থানার চুনতি ফোর সিজন রেস্টুরেন্টের সামনে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কক্সবাজারগামী দ্রতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের নাম মো. রিয়াদ হোসেন (১৭)। রিয়াদ চুনতি দরবেশহাট সওদাগর পাড়ার ছাদেক আলীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মো. সিরাজের চেলে মো. জাবেদ (১৫) ও মৃত ইলিয়াস সওদাগরের ছেলে রিয়াদ হোসেন বাবু (১৫) আহত হয়েছে। তারা লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
দোহাজারী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর বিমল ভৌমিক জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।