সীতাকুণ্ড প্রতিনিধি ::
পারিবারিক কলহের জের ধরে সীতাকুন্ডে ফাঁসিতে ঝুলে আয়েশা আক্তার (১৯) নামে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মঙ্গলবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকার একটি ভাড়া বাসায় এ আত্নহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূর এক ইউনিয়নের ইমাম নগর এলাকার আলাউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে স্বামী আলা উদ্দিনের সাথে ঝগড়ার সৃষ্টি হয় আয়েশার।
ঝগড়ার এক পর্যায়ে আয়েশা নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এ সময় সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝূলে আত্নহত্যার পথ বেছে নেয়। এ ঘটনার পর আলা উদ্দিন পালিয়ে গেলেও স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বিকাল ৪ টায় নিহত গৃহবধূর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
সীতাকুন্ড মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান,“দাম্পত্য কলহের কারনে গৃহবধূ আয়েশা আক্তার আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ ঘটনার পর পলাতক রয়েছে তার স্বামী। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে ।