BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

বুলবুল আহমদ বেঁচে আছে ভক্তদের মাঝে

বিনোদন ডেস্ক:

IMG_20160715_134938

প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই। ২০১০ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান তিনি। তার প্রয়াণের ছয় বছর আজ।

সত্তর ও আশির দশকে আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’ (১৯৭৩), ‘সূর্যকন্যা’ (১৯৭৫), ‘সীমানা পেরিয়ে’ (১৯৭৭), ‘রূপালি সৈকতে’(১৯৭৯), ‘মোহনা’ (১৯৮২) ও ‘মহানায়ক’ (১৯৮৫) ছবিতে বুলবুল আহমেদের অভিনয় দর্শক ভোলেনি আজও। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবিটিও তাকে বাঁচিয়ে রাখবে দর্শকদের হৃদয়ে।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বুলবুল আহমেদ স্মরণে আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘স্বপ্নলোক’। শুক্রবার (১৫ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার (লিফট-৬) সেমিনার হলে আলোচনাসভা শুরু হবে সকাল ১১টায়।

বুলবুল আহমেদ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ফিরোজ খান জানান, আলোচনায় উপস্থিত থাকবেন বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজী আহমেদ, মঞ্চসারথি আতাউর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান, এফ আই মানিক, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, পরিচালক এস এ হক অলিক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও চয়নিকা চৌধুরী। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এ আয়োজনের পর্দা নামবে দুপুর ১টায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *