BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ন্যাশনাল ডেস্ক ::

Screenshot_2016-07-16-15-04-43~2

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের ‘মজনু’ ও ‘ইলিয়াস’ বাহিনীর ১১ সদস্যের বিরুদ্ধে খুলনার দাকোপ থানায় দুটি মামলা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) উপ সহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি দায়ের করেন।

শনিবার (১৬ জুলাই) দুপুরের পর আত্মসমর্পণ করা দস্যুদের খুলনার বিচারিক হাকিম আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আত্মসমর্পণ করা ১১ দস্যুকে শুক্রবার রাতে দাকোপ থানায় হস্তান্তর করে র‌্যাব। তাদের জমা দেওয়া ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার বিশ রাউন্ড গুলি থানায় জমা দিয়ে র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে বাগেরহাটের মংলা বন্দরের বিএফডিসি (ফুয়েল) জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করেন ওই ১১ দস্যু।

এর আগে গত ৩১ মে আত্মসমর্পণ করেন সুন্দরবনের আরেক দস্যুদল মাস্টার বাহিনীর ১০ সদস্য। তারা বর্তমানে বাগেরহাট করাগারে রয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *