BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডের উন্নয়ন স্বার্থে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকুন; সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ

 সীতাকুণ্ড প্রতিনিধি ::

FB_IMG_1468688141543

সীতাকুণ্ডের উন্নয়ন স্বার্থে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অপরের প্রতি কাদা ছুড়া-ছুড়ি না করে মিলে মিশে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সীতাকুণ্ড প্রেসক্লাব গঠন করে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলেই আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সাফল্য আসবে। সাপ্তাহিক চাঁটগার বানী পত্রিকার উদ্যোগে ও সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র সহযোগিতায় সীতাকুণ্ডে সংবাদপত্র ও সাংবাদিকতার পথিকৃৎ আবদুল আজিজ মাহফুজ এর সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি উপরোক্ত বক্তব্য রাখেন।

FB_IMG_1468688156066~2

আজ শনিবার পৌরসদরস্থ উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক, লেখক, কবি- সাহিত্যক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিশিষ্টজনদের অংশগ্রহনে এ নাগরিক সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক ডা. এখলাছ উদ্দীনের সভাপতিত্বে এবং সাপ্তাহিক চাঁটগার বানী’র প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন প্রশাসনের উপসচিব জসিম উদ্দিন মাহমুদ, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, শিক্ষাবিদ নজির আহমদ, নারী নেত্রী সুরাইয়া বাকের, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মো. হাসান আকবর, চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ মঞ্জু, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি আ ফ ম বোরহান, মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী, ইপসার পরিচালক মাহবুবুর রহমান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মোঃ খোরশেদ আলম, ইপসার পরিচালক পলাশ কুমার চৌধুরী, বিশিষ্ট সংগঠক মশিউর রহমান খান, সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, সাবেক ছাত্রনেতা আহমেদ হোসেন নিজামী, সাইফুল আক্তার, ফটোগ্রাফার তিতাস চৌধুরী, শিক্ষক জসিম উদ্দিন আজাদ, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু, সীতাকুণ্ড পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সমকাল প্রতিনিধি আলহাজ সেকান্দর হোসেইন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কর্ণফুলি প্রতিনিধি হেদায়েত উল্লাহ, সীতাকুন্ড অনলাইন জানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সীতাকুণ্ড নিউজ এর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক মকবুল হোসেন প্রমুখ।

FB_IMG_1468688149787

সভায় আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক সাংবাদিক শাহ্ আযম, কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আযম, বাড়বকুন্ড স্কুলের প্রধান শিক্ষক রবিউল হোসেন,সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি কাইয়ুম চৌধুরী, সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, পূর্বকোণ প্রতিনিধি সৌমিত্র চক্রবতী নির্বাহী সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলাম,পূর্বদেশ প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী, সাংবাদিক ইব্রাহিম খলিল,নাছির উদ্দিন শিবলু, আজকের সূর্যোদয় প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, দৈনিক একুশের বাণীর মীর মামুন, আবুল খায়ের প্রমুখ।

সভায় বক্তারা সীতাকুণ্ডের সংবাদপত্র সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক ব্যক্তিত্ব মো. আব্দুল আজিজ মাহ্ফুজের কর্মময় জীবনের স্মৃতিচারন করে বলেন, সাংবাদিতার অন্যতম দিকপাল ও সীতাকুণ্ডের সংবাদপত্রের অগ্রদূত ছিলেন আবদুল আজিজ মাহফুজ। সীতাকুণ্ডকে নিজ জন্মভূমির ছেয়েও অধিক ভালেবেসে তিনি সর্বদা সংবাদপত্রে তুলে ধরেছেন সীতাকুণ্ডের গণমানুষের শোষণ-বঞ্চনার কথা।

তিনি লেখক হিসেবে যতোটা বড়, তার চেয়ে মানুষ হিসেবেও তিনি অনেক বড় মাপের ছিলেন। মানুষের প্রতি তাঁর রয়েছে গভীর মমতা ও সমুদ্র সমান ভালোবাসা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *