BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৬ উদযাপন

মোহছেনা মিনা, সীতাকুণ্ড:

received_1038130249617259

“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” শ্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে পালিত হচ্ছে এবারের মৎস্য সপ্তাহ- ২০১৬। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এই কর্মসূচী অব্যাহত থাকবে সপ্তাহ ব্যাপী।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: সেলিম রেজা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষ্যে আমাদের আয়োজন ব্যাপক। মাইকিং, পোষ্টার, ব্যানার, লিফলেট, বর্ণাঢ্য র্্যালী, পোনামাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছি।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্্যালী বের হয়ে সীতাকুণ্ড বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময়
উপস্থিত ছিলেন, মাননীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আলাউদ্দিন সাবেরী, সহকারী ভূমি কমিশনার রুহুল আমীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা, মৎস্যজীবী এবং মৎস্যচাষী সহ অনেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *