BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে প্রায় পাঁচ লাখ চিংড়ির পোনা আটক

মোহছেনা মিনা, সীতাকুণ্ড::

IMG_20160722_011618
সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিস এবং বার আউলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খুলনাগামী এসএ পরিবহন থেকে প্রায় পাঁচ লাখ চিংড়ির পোনা আটক করে। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের বারআউলিয়ায় এ অভিযান চালানো হয়।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা জানান, প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা ধরা কিংবা বাজারজাত করা আইনত দন্ডনীয় অপরাধ। কতিপয় অসাধু ব্যক্তি সমুদ্র থেকে এসব চিংড়ির পোনা ধরে এসএ ট্রাভেলস পরিবহনের মাধ্যমে খুলনা পাচার করার সময় প্রায় পাঁচ লাখ চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। ৩২ টি পাতিলে ভরে এসব চিংড়ির পোনা পাচার করা হচ্ছিল।

এ বিষয়ে বারআউলিয়া থানার ওসি ছালেহ আহম্মদ পাঠান বলেন, মৎস্য কর্মকর্তার সহযোগীতায় আমরা চিংড়ির পোনা পরিবহনকৃত গাড়িটি আটক করি এবং প্রায় পাঁচ লাখ চিংড়ির পোনা উদ্ধার করি। আগামীকাল কুমিরা ঘাটের সেখানে সমুদ্র এসব পোনা অবমুক্ত করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *