BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

বিপিএলের ময়দানী লড়াই রোববার শুরু

স্পোর্টস ডেস্ক::

Screenshot_2016-07-23-21-41-38~2

ঘটা করে লোগো ও ট্রফি উন্মোচন। এরপর জাঁকালো পরিবেশে উদ্বোধন। এবার অপেক্ষা ময়দানী লড়াইয়ের। আগামীকাল রোববার থেকেই মাঠে গড়াচ্ছে   নতুন আঙ্গিকে বহুল আলোচিত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এবারের লিগটি ব্যতিক্রম। কেননা এই প্রথম লিগের খেলাগুলো হবে ঢাকাসহ দেশের মোট চারটি ভেন্যুতে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ও সদ্যসমাপ্ত ফেডারেশন কাপের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্সআপধারী শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড মোকাবেলা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দল উত্তর বারিধারা ক্লাবের।

পেশাদার লিগের সর্বশেষ দুই আসরের টানা দুই বারের চ্যাম্পিয়ন শেখ জামাল। তারা এবারও শিরোপা অক্ষুণ্ন রেখে হ্যাটট্রিক করতে পারবে কি না, এ নিয়ে ফুটবলবোদ্ধাদের মধ্যে রয়েছে সংশয়। কারণ দলটি ভুগছে নানা সঙ্কটে। আইনী জটিলতায় তারা হারিয়েছে আট নির্ভরযোগ্য ফুটবলারকে। তার ওপর ‘গোঁদের ওপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে সদ্যই দলের কোচের পদ থেকে শফিকুল ইসলাম মানিকের বরখাস্ত হওয়ার বিষয়টি।

এখানেই শেষ নয়। দলের কুশলী হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে চলে গেছেন বলে জোর গুজব উঠেছে। দলের আরেক বিদেশী মিডফিল্ডার গাম্বিয়ার ল্যান্ডিং ডার্বোয়েও নাকি চলে যাবেন। মানিক বরখাস্ত হলেও নতুন কোচ হিসেবে এখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাইজেরিয়ান জোসেফ আফুসি (প্রথম দুই ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না তাকে)। তবে শেখ জামাল অধিনায়ক-ডিফেন্ডার ইয়াসিন খান বলেন, ‘লিগে আমরা একটি ইউনিট হিসেবে খেলার চেষ্টা করবো। সবারই লক্ষ্য একটি ভালো খেলা।’

সদ্যসমাপ্ত ফেডারেশন কাপে অসাধারণ খেলে রানার্সআপ হয়ে তাক লাগানো দল আরামবাগ। তাদের প্রত্যাশা ভালো ফুটবল খেলা। ফেডারেশন কাপের ফলের ধারাবাহিকতা লিগেও রক্ষা করতে চায় দলটি। দলের অধিনায়ক-গোলরক্ষক মিতুল হাসান বলেন, ‘কোচ আমাদের ভাল অনুশীলন করিয়েছেন। আমাদের আত্মবিশ্বাস ভালো। ঠিকমতো খেললে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো লড়াই করতে পারবো।’

অন্যদিকে ২০১২-১২ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। এর মধ্যে ছিল লিগ শিরোপাও। এর পর চার বছর ধরে শিরোপাশূন্য তারা। এবার বেশ ভাল দল গড়েছে তারা। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।  তবে কাঙ্খিত সাফল্যের পথে তাদের বাধা দুই আবাহনী ও শেখ জামাল। শেখ রাসেলের অধিনায়ক আতিকুর রহমান মিশু বলেন, ‘ইতোমধ্যে দুটো ট্রফি মিস হয়েছে। তবে লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার জন্যই আমরা লড়ব। ইনজুরি কাটিয়ে সবাই ফিরছে। মনোযোগ ধরে রাখতে পারলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারব।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *