BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

বিদ্যমান পরিস্থিতিতে ঘরে বসে থাকা যায় না

ঢাকা ::

Screenshot_2016-07-23-21-46-38~2

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে যে অবস্থা বিরাজ করছে, তা কেউ চায় না। এই ধরনের পরিস্থিতিতে ঘরে বসে থাকাও যায় না। এ অবস্থায় অর্থবহ কিছু একটা করতে হবে। জনগণও এখন কিছু একটা চায়।

শনিবার দুপুরে রাজধানীর আরামবাগস্থ গণফোরামের কার্যালয়ে যুব গণফোরামের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশে যা হচ্ছে তাতে বসে থাকার অর্থ হচ্ছে বোকার স্বর্গে বাস করা। দেশের জন্য জীবন দিতে যাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না, তারা এমন বাংলাদেশ চায়নি। এখন জনগণকে ভীত হয়ে বসে থাকলে চলবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পদ বা কোনো কিছু পাওয়ার আশায় বুকের রক্ত ঢেলে দেননি। তার অনুসারী হয়ে আমরা এমন ধরনের আচরণ করতে পারি না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের সত্যিকারের ইতিহাস যুব সমাজের কাছে তুলে ধরা হচ্ছে না। দেশে এর আগে অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জনগণ এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। বিজয় ছিনিয়ে এনেছে।’

জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে ড. কামাল বলেন,  ‘গুলশান-শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে এধরনের ঘটনা এদেশের মানুষ মনে প্রাণে চায় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য।’

বর্ধিত সভায় বক্তব্য রাখেন যুব ফোরামের নেতা মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বোরহানউদ্দিন চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা আ.ও.ম. শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *