মোহছেনা মিনা, সীতাকুণ্ড ::
চট্টগ্রামের সর্বপ্রথম কমিউনিটি এফএম রেডিও সাগর গিরির পরিবার পরিকল্পনা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান “সুখী সংসার” এর কুইজ বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে সীতাকুণ্ড ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে।
ক্যাপাসিটি বিল্ডিং লংএকটিং এন্ড রিভার্সিবল কন্ট্রাসেপটিভ ( LARC) প্রকল্পের আওতায় আইপাস বাংলাদেশের সহায়তায় পরিবার পরিকল্পনা বিষয়ক ম্যাগাজিনের কুইজ বিজয়ীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে রেডিও সাগর গিরি এফএম ৯৯.২। ৮ পর্বের ধারাবাহিক ম্যাগাজিনের জন্য লটারীর মাধ্যমে মোট ৮ জনকে এ পুরষ্কার বিতরন করা হয়।
সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও সাগরগিরির স্টেশন ম্যানেজার মো: শাহ্ সুলতান শামীম।
জনাব মো: শাহ্ সুলতান শামীম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃষ্টপোষকতায় এবং আইপাস বাংলাদেশ ও বিএনএনআরসি সহায়তায় গ্রামীন জনগোষ্ঠীর পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়াতে রেডিও সাগর গিরি এর ম্যাগাজিন অনুষ্ঠান ‘‘সুখী সংসার” গত ডিসেম্বর ‘১৫ হতে সম্প্রচার করে আসছি। প্রতি ম্যাগাজিন অনুষ্ঠানে একজন করে কুইজ বিজয়ী লটারীর মাধ্যমে নির্বাচন করে তারই ধারাবাহিকতায় আজ আট জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। সুখের খবর হলো, ৮ম পর্ব সফলতার সাথে শেষ করার কারনে আমরা আরো ৩ মাসের প্রকল্প হাতে পেয়েছি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনীষা সামাজিক উন্নয়ন সংগঠনের পরিচালক এসএম আজমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইপসার হিসাব রক্ষক মো: এনায়েত মাওলা, মুরাদপুর শাখার ম্যানেজার মো: শহীদুজ্জামান মুকুল, রেডিও সাগর গিরির অনুষ্ঠান প্রযোজক মোহছেনা মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন মাহমুদুল হোসেন, নুরুল ইসলাম, মো: আশরাফ উল্লাহ, দিদারুল হাসান, পুরষ্কার বিজয়ী, শোতাবৃন্ধসহ আরো অনেকে।