আন্তর্জাতিক ডেস্ক::
ভাবতে পারেন, রেস্তোরাঁয় কাজ করছেন প্রেসিডেন্টের মেয়ে। তাও কোনও মামুলি দেশ নয়। বিশ্বের সব থেকে শক্তিশালী রাষ্ট্রগুলির একটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে!
হ্যাঁ, অবাক হলেও সত্যি! গরমের ছুটিতে বাড়িতে বসে সময় নষ্ট না-করে একটি রেস্তোরাঁয় কাজে ঢুকলেন সাশা ওবামা। ম্যাসাচুসেটসের মারথাজ় ভিনেয়ার্ড নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ছুটিতে কাজ করছেন তিনি।
১৫ বছর বয়সী সাশা দিনে চার ঘণ্টা কাজ করবেন ওই রেস্তোরাঁয়। তবে প্রেসিডেন্টের মেয়ে তো তাই একা ছাড়া যায় না। নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই সাশার জন্য নিয়োগ করা হয়েছে সিক্রেট সার্ভিসের ছ’জন নিরাপত্তারক্ষীকে।
খাবার টেবিল গোছানো, ক্রেতাদের অর্ডার নেওয়া ও প্রয়োজনে ক্যাশ রেজিস্টার দেখভালের দায়িত্ব বর্তেছে প্রেসিডেন্ট কন্যার ওপর।
ওবামা পরিবারের এই সিদ্ধান্তে ধন্য ধন্য করছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। মার্কিন জনতার মতে, প্রেসিডেন্টের পরিবার শ্রমকে কতটা মর্যাদা দেয় তা প্রমাণ করে সাশার এই সিদ্ধান্ত।