কামরুল ইসলাম দুলু ঃ
একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুৎতের সীমাহীন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবি। সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ বিভ্রান্তি দিন দিন চরম আকার ধারণ করেছে। এত জনজীবনে পড়েছে নানা রকম বিপর্য।
জানা যায়, সীতকুণ্ড উপজেলায় আজ প্রায় দীর্ঘদিন যাবৎ ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। আর এই অতিরিক্ত লোডশেডিং দেওয়ার ফলে বিশেষ করে শিক্ষাার্থীদের লেখা পড়ার উপর মারাত্বক সমস্যা পোহাতে হচ্ছে। ডিগ্রি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক স্থরের শিক্ষার্থীরা এবং বিভিন্ন অফিস এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রচন্ড গরমে অসহনীয় দূভোর্গের শিকার হচ্ছে। একই সঙ্গে সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত।
এছাড়াও বিদ্যুৎতের অতিরিক্ত লোডশেডিং এর ফলে বিদ্যুৎ চালিত পাম্প, মটর, ফ্রিজ, টেলিভিশন, ইস্ত্রি, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হচ্ছে। এবং আবাদি কৃষি সবজি ফলমূল এবং ফুলের বাগানে সঠিক ভাবে সেচ দেওয়া যাচেছ না। গত কয়েক দিন যাবৎ দিন রাত ১০-১৫ বার বিদ্যুৎ লোডশেডিং দেওয়ায় জনজীবন বিপর্য হয়ে পড়েছে। সকালে মানুষের ঘুম ভাঙ্গার আগেই বিদ্যুৎ চলে গেলেও সারাদিন আসার কোন খবরই থাকে না। সন্ধ্যার দিকে একটু আসলেও রাতে আবার চলে যায় বিদ্যুৎ সারারাত তীব্র গরমে অতিষ্ঠ নাগরিক জীবন। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে বারবার জানতে চেয়েও কারো কোন সারা পাওয়া যাচ্ছে না।