BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডের বার আউলিয়ায় যাত্রীবাহি বাস থেকে ২০০বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

এম শওকত আলী ::

20161021_103744

সীতাকুণ্ডের বার আউলিয়ায় শ্যামলী পরিবহনে তল্লাশী চালিয়ে পুলিশ ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই জাহাঙ্গীর এবং এ.এস.আই সিরাজের নেতৃত্ব পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৪৬৬৭)  বাস থেকে ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করে।

এ সময় মো: নাছির (২১) নামে একজনকে আটক করা হয়েছে। সে কুমিল্লা জেলার সদর থানা দক্ষিনের তাজের ভুমড়া গ্রামের মোবারক হোসেনের পুত্র।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, গোপন সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস করে চট্রগ্রাম শহরে নেওয়ার পথে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *