বিনোদন ডেস্ক::
অভিনেত্রী স্কারলেট জোহানসন পপকর্নের দোকান খুলেছেন ফ্রান্সের প্যারিসে। তাই গত ২২ অক্টোবর এর কাউন্টারে বিক্রেতা হিসেবে তাকে পেয়েছে সাধারণ ক্রেতারা। ওইদিনই প্যারিসের মাহে অঞ্চলে স্বামী রোমেইন ডুরিয়াকের সঙ্গে মিলে ‘ইয়াম্মি পপ’ নামের দোকানটি চালু করেন তিনি।
এদিন ‘অ্যাভেঞ্জার্স’ তারকা স্কারলেট পরেছিলেন নীল ও সাদার সম্মিলনে সাজানো অভিজাত ফরাসি টি-শার্ট। ক্রেতাদেরকে তিনি নিজের হাতে পপকর্নসহ মুখরোচক খাবার তুলে দিয়েছেন। চলচ্চিত্রপ্রেমীদের কথা মাথায় রেখেই দোকানটি দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।
এদিকে স্কারলেটের পপকর্নের দোকান খোলার খবরে ভক্তরা চমকে গেছে। এখানে আছে তার প্রিয় ট্রাফল, ইতালির পারমায় বানানো পনির ও সেজ ফ্লেভারের খাবার। এই দম্পতির আশা, এগুলো গ্রাহকদেরকে