BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

পুলিশ জানায়, শিক্ষক হাসান মঈনউদ্দিন জনি (৩১) মোটর সাইকেলযোগে তার এক আত্নীয়র জানাজা পড়েতে যাচ্ছিলেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পাশে মাথায় থাকা ক্যাপ রাস্তায় পড়ে যাওয়ায় তা তুলে নিতে গিয়ে চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে চাপা দিলে দুর্ঘটনাস্হলে তার মৃত্যু হয়। গাড়িটি পালিয়ে যায়।

নিহত জনি হযরত কালুুশাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানান তার পরিবার।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই হুমায়ূন জানান, সকাল সাড়ে ১০ টার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপায় একজন নিহত হলে ঘটনাস্থ থেকে আমরা লাশটি উদ্ধার করি। নিহত হাসান মঈনউদ্দিন জনি উত্তর সলিমপুর, জলিল গেইটস্হ আবদুল জলিল সওদাগর বাড়ির মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ এর পুত্র। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *