
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মেধাবী নতুন প্রজন্ম আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাংলাদেশের ছাত্ররা লেখাপড়া এবং গবেষণায় নিয়োজিত নেই। বাংলাদেশের শিক্ষার্থীরা জন্মগতভাবেই মেধাবী। শুধু প্রয়োজন শিক্ষার্থীদের পরিচর্যা করা, যা করতে হবে শিক্ষক, অভিভাবক এবং সমাজ ও রাষ্ট্রকে। তিনি বলেন, একটু পরিচর্যা পেলেই এই প্রজন্মের সোনার সন্তানরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামস্থ সীতাকুণ্ড সমিতি ও প্যাসিফিক জিনস ফাউন্ডেশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ভারতের সাবেক রাষ্ট্রপতি মহাকাশ বিজ্ঞানী এপিজে আবদুল কালামের উদ্বৃতি দিয়ে বলেন, মানুষ ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়, যা মানুষকে ঘুমাতে দেয় না তাই স্বপ্ন। তিনি কৃতী ছাত্রছাত্রীদের নিজেদের জীবন গড়ার স্বপ্ন দেখারও আহ্বান জানান।
সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। অনুষ্ঠানে ওয়াহিদ মালেক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা সুশিক্ষার কথা বলছি। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যত বাংলাদেশ নির্মাণ করবে। তিনি বলেন, আজকের প্রজন্মই একটি প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে উৎসাহিত করায় প্যাসিফিক জিনস ও সীতাকুণ্ড সমিতিকে ধন্যবাদ জানান। এ ধরনের যে কোন ভালো কাজের সাথে দৈনিক আজাদী সব সময় পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এ জাতি ক্ষুধা, দারিদ্র এবং অবহেলিত থাকতে পারে না। আমাদের বর্তমান মধ্যম আয়ের বাংলাদেশকে আগামী প্রজন্ম সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে।
সীতাকুণ্ড সমিতির উপদেষ্টা ও প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর এতে সভাপতিত্ব করেন। সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর একেএম তফজল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমূল ইসলাম ভুইয়া,সীতাকুণ্ড পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, আমেরিকা প্রবাসী অধ্যাপক জানে আলম, মিডল্যান্ড ব্যাংকের পরিচালক আলহাজ্ব মাস্টার আবুল কাশেম, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যা মিয়াজী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এ কে এম তাজুল ইসলাম নিজামী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোহাম্মদ আলীম উল্লাহ, সীতাকুণ্ড সমিতির সংবর্ধনা উপ কমিটির আহবায়ক অধ্যাপক আবুল মুনছুর ভুইয়া, সদস্য সচিব মনোয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৬২৪জন জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীকে প্যাসিফিক জিন্স গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র, প্রাইজবন্ড প্রদান করা হয়। সীতাকুণ্ড সমিতির পক্ষ থেকে নজমূল–জাহান কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।