সীতাকুণ্ড প্রতিনিধি::
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে আজ সকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে সীতাকুণ্ড সদরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শিমুল হত্যায় প্রধান অভিযুক্ত আটক পৌর মেয়র হালিমুল হক মিরুর ফাঁসির দাবি জানান। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত দাবী জানায়।
সমকালের সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি এম সেকান্দার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আলহাজ্ব আ ম ম দিলশাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, মুক্তিযোদ্ধা মো: মনিরুল ইসলাম, সমাজ সেবক সিরাজুদ্দৌলা চৌধুরী ছুট্টু।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, দৈনিক আজাদী প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, অর্থ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল ফারুক, ইত্তেফাক প্রতিনিধি দিদার হোসেন টুটুল, মোহনা টিভি ও দৈনিক একুশের বাণী প্রতিনিধি মীর মামুন, আমাদের সময় প্রতিনিধি তালুকদার নির্দেশ বড়ুয়া, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নন্দন রায়, যায়যায়দিন প্রতিনিধি সবুজ শর্মা সাকিল, আজকের সূর্যদয় প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, সাংবাদিক মঈন ফারুক, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, সাইফুল মাহমুদসহ প্রমুখ।