BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ::

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজের উপর থেকে পড়ে এক শীপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার বি.বি.সি ষ্টীল শীপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রংচান ত্রিপুরা (৫৫) নামের এই শ্রমিক পুরাতন জাহাজে প্রহরী হিসেবে কর্মরত ছিল। খাগড়াছড়ি সদর এলাকার মৃত দেব কুমার ত্রিপুরার পুত্র তিনি।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকার রাজা কাসেমের মালিকানাধীন বি.বি.সি শীপ ব্রেকিং ইয়ার্ডে ভোর রাতে পুরাতন জাহাজ থেকে নামার সময় মোবাইলে আলাপচারিতায় এক পর্যায়ে অসাবধানতাবশত জাহাজের নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার এস আই সাইফুল্লাহ দূর্ঘটনায় একজন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
বি.বি.সি ষ্টীলের পরিচালক মো. তসলিম উদ্দীনও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতাবশত গার্ড মোবাইল ফোনে কথা বলার সময় জাহাজের নিচে পড়ে যায়,পরে শীপ ইয়ার্ডের অন্যরা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *