কামরুল ইসলাম দুলু::
কনফিডেন্স সিমেন্ট সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট
লীগের আজকের (মঙ্গলবার) খেলায় ক্রিকেট কোচিং সেন্টার সীতাকুণ্ড ২ উইকেটে সোনাইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে।
হাফিজ জুট মিলস মাঠে অনুষ্ঠিত খেলায় সোনাইছড়ি ইউনিয়ন একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভারে সব উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের রেজাউল করিম ১১ রান করে। সাহেদ ও মুন্না ৩ টি করে উইকেট নেন।
ক্রিকেট কোচিং সেন্টার সীতাকুণ্ডের ইরফান ৪ উইকেট নেন। জবাবে ক্রিকেট কোচিং সেন্টার ২২ ওভারে খেলে ৮ উইকেট হারিয়ে ৭৫ রান করে বিজয়ী হয়। তাদের জলিল আহমেদ ১৯, প্রতিক ১৮ রান করে এবং মেহেদী ২টি উইকেট নেন।
খেলা শেষে ক্রিকেট কোচিং সেন্টার সীতাকুণ্ডের জলিল আহমেদ এর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক এবং সাংবাদিক মীর মামুন।