সীতাকুণ্ড প্রতিনিধি ::
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় মাদামবিবির হাট এলাকার রশিদ বেকারিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিএসটিআই’র লাইসেন্স না থাকায় রশিদ বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারা ৩৭ এবং ধারা ৪৫ লংঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিএসটিআই এর লাইসেন্স গ্রহন এবং কারখানা পরিস্কার করে প্রতিশ্রুত উপাদান নিশ্চিত না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ১৪ মার্চ (মঙ্গলবার) বেলায় সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি বলেন, অভিযানকালে বেকারির মালিক স্থানীয় সমশের আলীর ছেলে আব্দুর রশিদকে বিস্কুট তৈরীর বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে চাইলে তিনি সব অপ্রসাঙ্গিক জিনিষপত্র দেখায়। এমনকি ১৫ বছর ধরে এ ব্যবসা করে আসলেও নেয়নি বিএসটিআই এর লাইসেন্স। বিস্কিটের প্যাকেটে ব্যবহার করছে নিজের পছন্দের অনুমোদহীন লোগো।