BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নারী-শিশুসহ মোট পাঁচ মরদেহ, বাড়ি সীলগালা

বিশেষ প্রতিবেদক ::

সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার জঙ্গি আস্তানায় পাঁচজনের মরদেহ পেয়েছে পুলিশ। সর্বশেষ পাওয়া গেছে একটি শিশুর মরদেহ। ধারণা করা হচ্ছে সেটি নিহত নারী জঙ্গির সন্তান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান বলেন, সর্বশেষ এক শিশুর মরদেহ পাওয়া গেছে ছায়ানীড় নামের দোতলা বাড়ির দেড়-তলার সিঁড়ির মধ্যে। ওই সিঁড়িতেই নারী জঙ্গির মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ৬-৭ বছর এবং নিহত নারী জঙ্গির সন্তান সে।

জঙ্গিদের পরিচয় সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত জঙ্গিদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। কারও হাত, মাথা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে।

তিনি জানান, সকালে অপারেশন ‘অ্যাসল্ট ১৬’ শেষ হওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ অভিযান শুরু  হয় বিকেলে সাড়ে তিনটায়। এরপর সন্ধ্যা ছয়টায় বোমা নিষ্ক্রিয়করণ অভিযান শেষ হয়। এরপর সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের কাজ শুরু করে। তাদের কাজ শেষে ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *