সীতাকুণ্ড প্রতিনিধি ::
সীতাকুণ্ড কুমিরা সুলতানা মন্দির এলাকায় সন্ত্রাসীদের হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার। আজ মঙ্গলবার (২৩ মে) বিকালে সীতাকুণ্ড আলিফ রেস্তোরাঁয় এক সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ করেন সেলিনা অকতার মুন্নি।
তিনি লিখিতভাবে আরও জানান, তার স্বামী জসিম উদ্দীনকে দোকানে ঢুকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ঘটনায় মামলা করায় আসামী বাহারসহ অন্যরা তাদেরকে হুমকী দিয়ে আসছে। তিনি ২ শিশুসহ অন্যান্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ পরিবারের নিরাপত্তা চেয়ে সীতাকুণ্ড থানায় সাধারন ডায়েরী করেছে, যাহার নং ১০৯৯ ।
জানা যায়, গত ১৯মে সন্ধ্যায় সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ গেইটের পাশে জননী হার্ডওয়ারে একদল সন্ত্রাসী দোকানে ঢুকে মোঃ জসীম উদ্দীনকে (৪৪) কুপিয়ে আহত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জসীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনায় জসীমের ভাই ছালেহ আহম্মদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করে। (মামলা নং ৩৩)।
তিনি জানায় আমার বাবার মালিকানাধীন ৭০.৪৭ শতক সম্পত্তি বসুন্ধরা গ্রুপের নিকট বিক্রি করায় একই এলাকার আকবর,দেলোয়ার, বাহার, ইসমাইল, মামুন গং’রা দা, ছুরি, কিরিচ দিয়ে তার ভাইকে কুপিয়ে আহত করে এবং সকালে জমি বিক্রির ও ক্যাশের সাড়ে দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীর মধ্যে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, ছালেহ আহমদ, নুর মোহাম্মদসহ প্রমুখ।