BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

জাহাজভাঙ্গা শ্রমিকদের আল্টিমেটাম শেষ হলেও মেলেনি ঈদ বোনাস

জাহাঙ্গীর আরিফ ::

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট বাজারে ঈদের বোনাসের দাবিতে মানববন্ধন করেছে জাহাজভাঙা কারখানা শ্রমিকেরা।

১৬ জুন শুক্রবার বিকেল চারটার দিকে শিপব্রেকিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যেগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সীতাকুণ্ডের সবগুলো জাহাজ ভাঙ্গার কারখানার শ্রমিকেরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আমরা গত ২৬ মে ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করি। কিন্তু নির্ধারিত সময় সিমা বেধে দেওয়ার পরেও এখনো আমাদের ঈদ বোনাস মেলেনি । এঅবস্থায় আমরা কিভাবে পরিবার পরিজন নিয়ে নতুন জামা -কাপড় কিনব । কিভাবে গ্রামের বাড়ীতে গিয়ে ঈদ করব । দুই /এক দিনের মধ্যে যদি আমাদের ঈদ বোনাস না দেওয়া হয় তাহলে আমরা ঈদের পর রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করা হবে বলে ঘোষণা দেন শ্রমিকরা।

তারা বলেন, দেশের অন্যান্য সেক্টরের শ্রমিকেরা দুই ঈদে বোনাস পায় অথচ দুয়েকটি জাহাজভাঙা কারখানা ছাড়া অন্যান্য কারখানার শ্রমিকেরা কোন্ও বোনাস পায় না। জাহাজভাঙা কারখানা শ্রমিকের এখনো পর্যন্ত নিয়োগপত্র, পরিচয়পত্র নেই। তারা দাবি জানান নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়ার জন্য।

সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক শফি বাংগালীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কাযকরী সভাপতি আবদুর রহিম মাস্টার, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু নূর মিয়াসহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য সওয়ার হোসেন, মো. শাহীন, মো.শহিদ, মতিউর রহমান, বিপ্লব।

বি এস বি এর সভাপতি আবু তাহেরের কাছে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের ঈদ বোনাসের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, মালিকদের নির্দেশনা দেব যাতে শ্রমিকেরা বাড়ী যাওয়ার আগে ঈদ বোনাস নিয়ে যেতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *