এম সরোয়ার লাভলু ::
সীতাকুন্ড ও মীরসরাই স্টুডেন্টস এসোসিয়েশন IIUC কর্তৃক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭/০৫/২০১৭ইং) সীতাকুণ্ড সদরে আল-আমিন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইআইইউসি-এর কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক ছাত্র জনাব ইন্জিনিয়ার মো: শাহাদাত হোসেন, আইন বিভাগের সাবেক ছাত্র ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য জনাব এডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, আইন বিভাগের সাবেক ছাত্র ও মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী জনাব এডভোকেট মো: সরোয়ার হোসাইন লাভলু, ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ছাত্র জনাব মোঃ আমজাদ হোসেন, আইন বিভাগের সাবেক ছাত্র এডভোকেট মোহাম্মদ নবী ও এডভোকেট আবদুল্লাহ আল নোমান ও বিভিন্ন ফ্যাকাল্টির সাবেক ও বর্তমান ছাত্রবৃন্দ। বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, IIUC ‘র ছাত্ররা অসহায়, নির্যাতিত- নিপিড়িত মানুষের জন্য। বক্তারা আরো বলেন, এই স্লোগান কে বুকে ধারণ করে মানুষের কল্যাণে আত্মত্যাগ করে যেতে হবে।
উক্ত ইফতার মাহফিলে রাঙ্গুনিয়া এবং রাঙ্গামাটি পাহাড় ধসে নিহতদের এবং সড়ক দূর্ঘটনায় নিহত আইআইইউসি’র ছাত্র মোঃ রুবেল এর অাত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।