নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের বউয়ের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন বয়োবৃদ্ধ ভাসুর শাহ আলম। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিথ্যে মামলা ও হয়রানির অভিযোগ তুলে ধরেন তিনি।
লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, ২০১০ সালে পৌরসদর বাজারে কিছু চিহ্নিত সন্ত্রাসীর অতর্কিত হামলায় তাঁর আপন ছোট ভাই মারা যায়। ভাইয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী বেপরোয়া জীবনযাপন শুরু করেন।
কিন্তু আমি ভাসুর হিসেবে এসব থেকে সরে আসতে ছোট ভাইয়ের বউকে বেশ কয়েকবার মৌখিকভাবে শাসন করেছিলাম। আর তাতেই আমার জীবনে নেমে এসেছি দুর্বিষহ যন্ত্রণা।
সে তাঁর কথিত স্বামীর পরামর্শে একের পর এক আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে মানসিকভাবে হয়রানি করছে। শুধু তাই নয় সাম্প্রতিক আমাকে ভূমিদস্য আখ্যা দেওয়ার পাশাপাশি আমার ছোট ভাইয়ের হত্যাকারী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রচার সহ একের পরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আমার পাশাপাশি মিথ্যে মামলায় আমার স্ত্রীও দুটি সন্তানকে অব্যাহত হয়রানি করছে। বর্তমানে আমার বার্ধক্যের ভারে চলাফেরা করাই কষ্টসাধ্য হয়ে উঠেছে। কিন্তু তারপরও তাঁর মিথ্যে মামলার হাজিরা দিতে আমাকে আদালতের দারাস্থ হতে হয়।
তিনি যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি জীবনের ক্লান্তি লগ্নে মিথ্যে মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসন ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে কামরুল হাসান, বদরুল হাসান সহ প্রমুখ।